ব্যাপারটা যা-ই হোক না কেন, তোমার যদি তা ভালো না লাগে, তবে ভালো না লাগার কারণ খুঁজতে যেয়ো না, কিংবা কারণ খুঁজলেও, কিংবা কারণ খুঁজে পেলেও, নিজেকে বার বার এটা বুঝিয়ো না যে, তোমার ভালো লাগা উচিত, যদি ভালো না-ও লাগে। ভালোলাগার ক্ষেত্রে, উচিত-অনুচিত বলে কখনও কিছু হয় না। যা ভালো লাগে, লাগেই। যা ভালো লাগে না, লাগেই না। ব্যস্, এইটুকুই! যা তোমাকে ভালো থাকতে দেয় না, তা যা-কিছুই হোক না কেন, নিজের মনের কাছে তার পক্ষে সাফাই গেয়ো না। বৃথা চেষ্টা তো অনেকই করলে! এবার নাহয় একটু ভালো থাকো! মন যা বলে, তা ভুল হলেও হতে পারে। হৃদয় যা অনুভব করে, তাতে কোনও ভুল থাকে না।