তোমাকে বলতে ইচ্ছে করছিল...
ভালোবাসি!
তাই আগ বাড়িয়ে বলতে গিয়েছিলাম।
কী পেলাম ওতে?
ব্যস্ত রাস্তায় থমকে দাঁড়ালাম—
গাড়িচাপা কুকুরটির দেহ এককোণে পড়ে...
আত্মগ্লানি কি জাগবে না ওতে?
তোমাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলাম—
সেই সন্ধ্যায়, প্রদীপহাতে।
আমি একাকী দাঁড়িয়ে...
দূরত্ব কি কমেছিল ওতে?