অনির্ণেয় দূরত্ব



সেদিন আমি ভীষণ কেঁদেছিলাম।

সারারাত চোখের জলের ভিড়ে
বাড়িয়ে চললাম আমাদের মধ্যবর্তী দূরত্ব।

খুব করে চেয়েছিলাম
তোমার পা জড়িয়ে রাখতে।

আমি আজও জানি না—
সেদিন তুমি আমার থেকে
ঠিক কতখানি দূরত্ব চেয়েছিলে।