কতটা গভীর দৃষ্টি রাখলে—
আমার অনুপস্থিতি...
তোমার অন্ধত্বের কারণ হবে?
কতটা তীব্র আলিঙ্গনে বাঁধলে—
আমার স্মৃতি তোমাকে কাঁদাবে?
কতখানি যন্ত্রণা নিয়ে...
তোমায় স্পর্শ করলে—
আমার অসহায়ত্ব
তোমার চোখে পড়বে?
কতদূর পথ পেরিয়ে, আমার চুলের ঘ্রাণে...
তুমি থমকে দাঁড়াবে?
কতটা কাছে এলে...
আমায় তোমার বুকে জায়গা দেবে?
কতগুলো মুহূর্ত পেরোলে...
আমার নিঃশ্বাস, তোমার আত্মায় স্থায়ী হবে?