কোনো কিছুই আর ঠিক হবে না।
এই অর্থপ্রাচুর্যের মানদণ্ডে...
চাপা পড়ে থাকে জীবনবোধ।
অভাব থেকে যাবে বাকিটা জীবনে,
কীসের আনন্দ? কীসের পরাজয়?
সত্য...সে তো এক মৃত্যুর ভয়।
আমি যা চেয়েছিলাম—
তা পাইনি।
সৃষ্টিকর্তা তোমাকে
আমার কাছে পাঠিয়েছিল।
সেই মুহূর্তে তুমিই ছিলে—
আমার জন্য অপরিহার্য।
আমার আত্মায় তোমার অভাব ছিল প্রকট,
যা কেবল সৃষ্টিকর্তার দৃষ্টিতেই দৃশ্যমান।