আমার কী কী জেনে রাখা প্রয়োজন, তা বুঝে ওঠার আগেই তার সবই তুমি আমাকে জানিয়ে দিয়েছ, যদিও ওসব জানানোর কথা তোমার ছিল না। এতে যা হয়েছে, তা হলো, কোথায় কোথায় আমি নির্ভীক হয়ে বাঁচতে পারি, তা বুঝে ওঠার আগেই আয়ুর সেইসব যাপনেও আমার আর ভয় করে না, যেখানে একদিন আমি ভয় পেয়েই বাঁচতে চাইতাম। কিছু কিছু ভয়... যা অচেনা নয়, হয় যদি জয়... হয় না ভয়ের ক্ষয়। চেনা ভয়ের সমাপ্তিই যে অচেনা ভয়ের সূচনা!