অগম যাত্রা

গভীর রাতের শেষে উজ্জ্বল দিনের প্রহরে
যেমন নরম আলো ছুঁয়ে যায় মাটির কপোল,
একুশ আমার সেই চৈতন্যশহরে
রক্ত-পতাকার মতো উড্ডীন মায়ের আঁচল।




অনেক ব্যথার শব্দে কেঁপে ওঠে যবে রাজপথ,
খোলার খ‌ইয়ের মতো ফোটে যবে ঘৃণার কোরাস;
অস্থির ঘোড়ার খুরে সহসা তখন লাল রথ
দ্রুত বেগে বয়ে আনে রফিকের রক্তে-ভেজা লাশ।




গভীর নৈঃসঙ্গ ভেঙে চেতনায় হঠাৎ যবে সঘন ঝংকার
বেজে ওঠে; রফিকের রক্তে-ভেজা লাশ
সমুখে দাঁড়ায় স্থির; শপথের দুঃসহ চিৎকারে
চুর চুর ভেঙে যায় ক্ষুধার্তের চোয়াল আর গ্রাস।




অদ্ভুত বিস্ফোরণে সূর্য থেকে ছিটকে-পড়া কয়েকটি গ্রহ
অক্ষের শাসনাবদ্ধ হয়ে ঘুরে চলে কালের চাকায়,
শপথে তরঙ্গায়িত রফিকের, সালামের দ্রোহ
তেমনিই অক্ষচ্যুত, অতিদ্রুত বেগমান উল্কার পাখায়।




কে সেই অমর আলো-অগ্নি জ্বালো সঘন আত্মায়?
একুশ তোমার নাম, বন্ধু তব জয় হোক অগম যাত্রায়।
Content Protection by DMCA.com