এইখানেতে ঘুমিয়ে আছে সেই মেয়েটি,
যে একদিন, ঘুমকে বেচে স্বপ্ন কিনেছিল,
যার যৌবনদিনের রাতগুলি ছিল স্রেফ ঘুমহীন।
তার আশা যত, উড়ে বেড়াত সেই আকাশে,
সে সন্ধি মেনেছে নিয়তির সাথে,
যা কিছু ছিল আপন বলতে,
সবকিছু সে দিয়েছিল সঁপে স্বপ্নের খোঁজে।
সে তারার নেশায় যুদ্ধে নেমেছিল চাঁদের সাথে,
হায়, সেই যুদ্ধ ফুরোবার আগেই ভোর এসে গেছে!
নিয়তির কাছে হার মেনে পড়েছে স্বপ্ন মুখ থুবড়ে---
যেমন করে পড়ে আরকি!