আমার পৃথিবী থেকে দূরদূরান্তরে
শান্তির সে দ্বীপ—বেদনার লোনা জল দিয়ে ঘেরা।
আমার পিপাসার্ত মন চেয়েছিল যেতে তার পারে!
মমতায় সেতু পড়েছিল
ঢেউহীন স্রোতহীন নিঃশব্দ সাগরে,
শুধু বেদনার নোনা জলে ক্ষয়ে যাবে সেতু—
বোঝেনি তো অনভিজ্ঞ মন!
থেমে গেছে যাত্রাপথ মাঝখানে এসে,
জলের রেখার পথ হয়েছে বিলীন,
আকাশের শূন্যতা আর সাগরের কান্না
যেখানে এক হয়ে গেছে মিশে, হারিয়েছে
সেখানে পুরাতন পরিচিত ফেলে-আসা ডাঙা,
ভুলেছে সে শান্তি দ্বীপ, মুছে গেছে চোখের স্বপন,
জনহীন সাগরের নির্জন বেদনার মাঝে
একা আজ অসহায় মন।
ফেলে-আসা পৃথিবীর ঢেউয়ের আঘাত
ছুঁয়ে ছুঁয়ে যায় এই মন। শুধু তার
আনন্দের ছোঁয়া পাইনে কো!
রুদ্ধ হয়ে গেছে ঠিকানায় ফেরার সব পথ।
চেয়ে আছি, যদি কোনো অচেনা নাবিক
সুনিবিড় মমতায় বুকে নিয়ে অবুঝ স্বপন
পৌঁছে দেয় শান্তি-দ্বীপকূলে।
অন্ধকারে পথহারা
বিশাখার সঙ্গী এই মন।