কাব্য টেনে কখনও হয়নি বলা---ভালোবাসি তোমায়! তবে কিছু কথায়, কিছু ব্যথায় ঠিকই আমি এঁকেছি তোমায়। মুখ ফুটে কখনও হয়নি বলা---চাইছি তোমায়! তবে কিছু কল্পনায়, কিছু মায়ায় ঠিকই আমি আগলেছি তোমায়। নাম ধরে কখনও ডেকে হয়নি বলা---খুঁজছি তোমায়! তবে কিছু বেনামি ভাষায়, কিছু কল্পকথায় ঠিকই আমি এনেছি তোমায়। আলগা সোহাগে কখনও হয়নি বলা---হৃদয়ে রেখেছি তোমায়! তবে কিছু খুশিতে, কিছু আবদারে ঠিকই আমি বেঁধেছি তোমায়।