দুঃখের কিছু যাপন

 
কাগজের বুকে আঁকিবুঁকিতে যে প্রেম, যে ভালোবাসা,
...ওতে জীবন তেমন চলে না।


জীবন চলে…মুখোমুখি দাঁড়িয়ে।
পারস্পরিক স্পর্শের দ্বন্দ্বে আর সংঘাতে,
…অতঃপর, ভালোবাসায়।


কিছু অভিযোগের পাশে
টুকরো টুকরো ভালোবাসা কিছু রেখে দিয়ো।
আর, কিছু ভালোবাসার পাশে…কিছু অভিযোগ।


প্রয়োজনবোধে, পরিস্থিতিভেদে
সেখান থেকে, যেটা তুলে নিতে ইচ্ছে হয়, তুলে নিয়ো…।


তবু, বিতৃষ্ণাকে বেশিদূর বাড়তে দিয়ো না।
যুক্তিতে আর তর্কে খণ্ডন করতে করতে
সম্পর্কের সৌন্দর্যকে নষ্ট করে...তুমি দিয়ো না!


প্রতিটি মানুষই মূলত শিকড়বিহীন, এমনকি…
তোমার আমার ভাবনা এবং প্রকৃত প্রয়োজনের চেয়েও অধিক।
মানুষ মজবুত হয় শুধুই ভালোবাসায়…একত্রিত ভালোবাসায়।


আমাকে তোমার বিশ্বাস করার দরকার নেই।
আমার কোনও ভিত্তি নেই, আমি ভাসমান একজন মানুষ।
সম্ভবত, আমার নিজের কোনও অস্তিত্বই নেই।
আমি তোমার সমস্ত বিশ্বাসের অযোগ্য।


তুমি আমাকে বিশ্বাস করছ না, দুঃখ নেই।
আমার নিজের উপর আমার সমস্ত বিশ্বাস তুমি নষ্ট করে দিচ্ছ, দুঃখ শুধু এটাই।
নিজের উপর বিশ্বাস নষ্ট হয়ে গেলে,
মানুষ তখনও বেঁচে থাকে কী করে, বলো?


পুরো পৃথিবীর কোথাও যদি এমন একটা জায়গা থাকত,
যেখানে গেলে তোমার চেহারা আমার চোখে মুখে আর স্পষ্ট হবে না,
এই মুহূর্তেই, দ্বিতীয়বার না ভেবেই...আমি সেখানে যেতে চাইতাম!


এসব কেন বলছি, আমি জানি না।
আমি জানি, আমার মন জানে---
আমাকে কবরে শুইয়ে দিলেও
আমার এই দুই মৃতচোখের কোণে
তোমার চেহারাই ঠায় লেপটে থাকবে!
Content Protection by DMCA.com