আজ তো তোমার ছুটির দিন! আমার খুউব ইচ্ছে হচ্ছে,
তোমার সাথে সারাক্ষণই দুষ্টুমি করি!
কেন, জানো?
কেননা…
আজকে তুমি বাসায়,
আজকে তোমার অফিস নেই,
আজকে তুমি বেরোতে পারবে না,
আজকে তোমার ল্যাপটপে চার্জ নেই,
আজকে বাসায় ইলেকট্রিসিটি আসবে না,
আজকে আইপিএস-এর চার্জও ফুরিয়ে গেছে,
আজকে তোমার অন্য কোনও কাজের তাড়া নেই,
আজকে বাসায় আর কেউ নেই, শুধু আমি আর তুমি,
আজকে তোমায় পেয়েছি নিজের মতো করে, একদম একাই,
আজকে মেন্যু তোমার প্রিয় সজনেডাঁটা আর ইলিশমাছের ডিম,
আজকে আমার এটাই সুযোগ…তোমায় খুব জ্বালিয়ে সাধের ঘুম ছোটাব!
সত্যি আজকে ঝড় উঠবে আর তোমার মাথাটা আমি চিবিয়ে খাব!
আজকে তোমায় পাগল করব, তার আগেই পাগল হব আমি নিজে!