আমি সেই পঙ্ক্তি, যা তুমি হয়তোবা শুনেছ কখনো, কিন্তু আজও ব্যবহার করোনি তোমার কোনও কবিতাতেই। আমি সেই শব্দ, যা তুমি সহজ ভেবে এসেছ সবসময়ই, যদিও তার বানানটাও তুমি সত্যিই জানো না। আমি সেই অনুভূতি, যা তোমার সারাগায়ে লেপটে থাকে পরম মমতায়, তবু যার সঙ্গে তোমার এখন অবধি দেখাই হয়নি। আমি সেই নিবিড় অন্ধকার, যেখানে ডুবে থেকে বাঁচতে তোমার খুব ইচ্ছে করে... ডোবা সহজ নয় জেনেও।