সৃষ্টিকর্তার মাস্টারপ্ল্যান

আজকের এই মোহনীয় আমাকেও একদিন আর ভালো লাগবে না তোমার।
আমার চোখের কাজল তোমাকে দিয়ে যে-সব কবিতা লিখিয়ে নিত, সেসব লেখাকেই একদিন অখাদ্য মনে হবে তোমার।
আমার আজকের এই রহস্যময়ী উত্তাল শরীরের প্রতিও একদিন তোমার আর কোনো টান থাকবে না।
আমাকে মনে করে হুট করেই কেঁদে ফেলাও একদিন বন্ধ হয়ে যাবে।
একদিন ঠিকই 'শুভ সকাল'-লেখা মেসেজ দেওয়া তুমি বন্ধ করে দেবে।
আমার শাড়ি-পরা ছবিও একটা সময়ের পরে আর তোমার মাতাল হবার কারণ হতে পারবে না।
আমার প্রচণ্ড ভালোবাসাকেও একদিন তুমি উপেক্ষা করতে ঠিকই শিখে যাবে।
আমার মনখারাপে, পাশে থাকতে না পারার কাল্পনিক অপরাধবোধে 'সরি'-টুকুও আর তুমি লিখবে না।
 
কেন? কেননা, সৃষ্টিকর্তার মাস্টারপ্ল্যান অনুযায়ী, তোমার-আমার একসাথে সমুদ্রপাড়ি দেবার গল্পটা এখানেই শেষ।
Content Protection by DMCA.com