বৃষ্টিকে ছুটি দিয়ে, কষ্টকে সঙ্গী করে, রৌদ্রের সাথে বসে, একবুক ভালোবাসায় আকাশ দেখব বলে সুখকে আজ আমি ছুটিতে পাঠিয়েছি। প্রিয়তম বলেছে, সে ব্যস্ত খুউব! তাই, প্রিয়কে ছাড়াই, আমার মনের কল্পলোকের শহরটিতে সমস্ত অব্যক্ত অনুভূতিকে অপ্রয়োজনীয় করে রেখে... অচেনা কোনও কুটিরে ছেড়ে আসব বলে প্রিয়তমর ব্যস্ততাকে আজ আপন করেছি। আমার সকল না-বলা কথাকে একা একলাই ভুলে গিয়ে অপরিচিত কিছু কথার মালায় গেঁথে রেখে এসেছি। হারিয়ে ফেলে আবার কখনও ভালোবাসাকে খুঁজব না ভেবে আবেগ নামের এক খেয়ালি চিঠিকে দূরবর্তী এক পরিত্যক্ত ডাকবাক্সে নির্দ্বিধায় ছুড়ে ফেলে এসেছি। আজ আমি নিজের সাথেই বাকি পথটায় এগোব বলে আমার ব্যস্ত প্রিয়তমকে সুখের সাথে ছুটিতে পাঠিয়েছি।