তুমি আমার জীবনে আসার পর থেকে আমার আর ইচ্ছে করে না রাজ্য শাসন কিংবা শোষণ করতে; বরং ইচ্ছে করে রাজ্যশাসন ছেড়ে দিয়ে তোমার ভালোবাসা-মাখা তরবারির নিচে মাথা রাখতে।
আমার আর মণি-মুক্তো, হিরে-জহরতের লোভে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে না, ইচ্ছে করে পরম তৃপ্তিতে চোখ বুঝে তোমায় অনুভব করতে।
তুমি আমার জীবনে আসার পরদিন থেকেই আমার অতীতের গ্লানিবোধ কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা সব বিকেলবেলার সূর্যটি ডোবার মতন ডুবে গেছে।
আমার আর বৈষয়িক কোনও কিছু নিয়ে মাথাব্যথা নেই। আমি শুধুই অনুভূতি-রাজ্যের সম্রাজ্ঞী হতে চাই ইদানীং।
আমার আর কিছু নিয়েই যায় আসে না কে কী বলছে, কী ভাবছে; শুধুই তোমার কথা, ভাবনা আর চাওয়াই এখন আমার জীবনের মুখ্য উদ্দেশ্য।
আমার আর লোক দেখানোর প্রয়োজন নেই, কারণ আমার তোমার মধ্যে ঘটে গেছে অনেককিছুই, যা সাধারণ লোকজনের চোখে কোনোভাবেই পড়বে না।
চিৎকার করে আর কাউকে জানানোর প্রয়োজন আমার নেই; দেখো, আমি কী পেয়ে গেছি, কারণ আমি জানি, মনের কথা আমার চোখ ঠিকরে নিশ্চয়ই বেরিয়ে আসে, নইলে সবাই কেন আমায় দেখে হয় হিংসেয় পুড়ে খাক?
আমার আর আলাদা সংসার পাতার প্রয়োজন নেই, কারণ তুমিই তো আমার গোটা পৃথিবী।
তুমি আমার নিজেরই একটা অংশ, আমি তোমায় কতটা ধারণ করি, তা সম্পর্কে ধারণা করতে পারলে তুমি সত্যিই পাগল হয়ে যেতে!