১. এই একাকিত্ব হতেই... নিজেকে আবিষ্কার করতে হবে বাঁচতে চাইলে। ২. অনুভব করি এবং বেঁচে থাকি তখনও, মন যখন ধ্বংসস্তূপ থেকে ওঠে। ৩. সারামুখে মুখোশ রেখো না, মুখ রাখো। ৪. বড়ো ডানায় উড়ে ছোটো জায়গায় পৌঁছে বড়ো পাখি হয় কি!? ৫. ভাবছিই তো ভাবছি, কী করে যে মুক্ত হই! হঠাৎ দেখি, শেকলই তো নেই! ৬. যদি ভালোবাসা খোঁজো পা শেকলে না বেঁধে, তবে ভালোবাসাই পাবে! ৭. নিজেকে খুঁজে পেতে বড়ো কোথাও হারিয়ে যেতেই হয়! ৮. সহজ করে, সহজ পথে বাঁচলে পরে, বাড়লে তবে মেলে জ্ঞান, মেটে তেষ্টা। ৯. একটাই চাওয়া-- যেন উড়তে থাকি উঁচুতে, স্বস্তিতে আর পূর্ণতায়। ১০. হাজারো মুহূর্ত গোচরে বা অগোচরে এক বারই আসে, একেবারেই যায়। ১১. এসো, আলাদা হই। এসো, চিকিৎসিত হই। এসো, বাঁচার মতো বাঁচি। ১২. নীরবতার অর্কেস্ট্রায় নিজের মধ্যে...শুধুই তোমাকে খুঁজে চলি। ১৩. যখন তোমার নামটা এই দুই ঠোঁটে খেলে, বয়সের মৃত্যু হয় অবিরত। ১৪. দাম বাড়ছে! বেতন বাড়বে কি? দাম কমছে...সত্যিই, কমছে। ১৫. কিছু শব্দ, কিছু দাঁড়ি, কিছু কমা, এবং অন্যরা মিলেই...এ জীবন। ১৬. ঝড় উঠছে... আমার আত্মাটা আমাকে ফিরিয়ে দাও। ১৭. রৌদ্রে নয়, প্রিয়; তোমার কবিতায় মুড়ে আমাকে উষ্ণ কোরো! ১৮. বস্তুত, ফুল নয়, তোমাকেই খুঁজেছি। খুঁজে খুঁজে, ফুলই পেয়েছি। ১৯. আমি এমনই এক কবিতা, যার নিঃশ্বাসে নিঃশ্বাসে শব্দ, কণ্ঠে কণ্ঠে পঙ্ক্তি। ২০. এইসব অক্ষরে অক্ষরে তুমি মিশে আছ বলেই, ওরা মিলে কবিতা হয়েছে।