ভাবনার বনসাই: চৌষট্টি

১. পুরো পৃথিবীই সুস্থ;
এক তুমি আর আমি বাদে।


২. আমায় ভুল বুঝো না।
তোমায় কষ্ট দিয়ে কোনও আনন্দই পাই না,
তোমায় ভালোবেসে যা পাই।


৩. ন্যায় নয় যা, তা-ই অন্যায়;
যদিও লোকে ভাবে, যা তার চোখে ন্যায় নয়, তা-ই অন্যায়।


৪. আয়নার দিকে তাকিয়ে বলি,
'তুমি বেশ বদলে গেছ!'


৫. এই পৃথিবীর পর যদি আরেকটা পৃথিবীতে যাই,
সেই পৃথিবীতে কি তুমি আমার পাশে থাকবে? আমাকে ক্ষমা করবে?


৬. আমি আহত হয়েছি, ক্ষত থেকে রক্ত ঝরছে, এইটুক পর্যন্ত জানি।
পরাজয়ের কথা এখন পর্যন্ত মাথায় আসেনি।


৭. তোমার জীবনের বাকি গল্পটা এখনও জানো না;
গল্পটা এখনও লেখাই তো হয়নি!


৮. যখন উড়তে থাকি,
তখন যেন সমস্ত সুখকে এক করে উড়ি---
পাখি যেভাবে ওড়ে।


যদি পড়েও যাই,
তবু যেন কোনও অনুশোচনা না রেখেই পড়ি---
পাতা যেভাবে পড়ে।


৯. বেইমানি জিনিসটা মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকেই পায়।
স্রেফ পরিচিত, এমন কারও সঙ্গে, চেষ্টা করেও, বেইমানি করা যায় না।


১০. যত কষ্টই হোক, যদি আজ কোনোমতে বেঁচে থাকো,
তবে কাল সকালে খুব সুন্দর একটা ব্যাপার দেখতে পাবে:
তুমি ঠিক আজকের মতোই, চায়ে ভিজিয়ে টোস্ট-বিস্কুট খাবে!


১১. আমি, একইসঙ্গে, নিজেকে ভালোবাসি এবং আমাকে কষ্ট দেয়, এমন কাউকেও ভালোবাসি।
...এ-ও কীভাবে সম্ভব!


১২. এমনভাবে খাও যেন দেখে মনে হয়, তুমি তোমাকে ভালোবাসো।
এমনভাবে চলো যেন দেখে মনে হয়, তুমি তোমাকে ভালোবাসো।
এমনভাবে বলো যেন দেখে মনে হয়, তুমি তোমাকে ভালোবাসো।
এমনভাবে থাকো যেন দেখে মনে হয়, তুমি তোমাকে ভালোবাসো।


এভাবেই একদিন তুমি সত্যি সত্যিই নিজের প্রেমে পড়ে যাবে।


১৩. মানুষ ভুল করে এক বার, কষ্ট পায় দুই বার।
এক বার শাস্তিতে, আরেক বার অনুশোচনায়।


১৪. আমার নিজের সম্পর্কে অনেক কিছুই, এমনকী আমি কোন রঙের অন্তর্বাস পরি, তা-ও,
আপনার মতোই, আমিও ফেইসবুক থেকেই জানতে পারি!


১৫. মনটাকে ছড়িয়ে দেবো।
একটু জায়গা হবে?


১৬. নিজেকে নিয়ে কারও সঙ্গে তর্ক করে কী হয়!
তার চাইতে যার যেভাবে ইচ্ছে আমার সম্পর্কে ভেবে নিক, প্রয়োজনে ওরা নিজেরা নিজেরা এটা নিয়ে যুদ্ধ করুক, যদি হাতে অফুরন্ত সময় ও ইচ্ছে থাকে। কিছু মানুষের জন্মই হয় আমৃত্যু অন্যের পশ্চাদ্‌দেশে মুখ গুঁজে বাঁচার জন্য!


যার কাছে নিজেকে ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন, তার কথার উত্তর দেবার কিছুই নেই।


১৭. আমরা ভেবে নিই, সামনে যা আছে, তা চিরকালের।
আমাদের ওরকম ভেবে নিতে ভালো লাগে। আমাদের ওরকম ভান করতে ভালো লাগে।


১৮. আমার গল্পটা একদিন বদলে যাবে।
আমিই বদলে দেবো। বদলাতে আমিও জানি।


১৯. যে আমাকে কষ্ট দেয়, তাকেও ভালোবাসা...অদ্ভুত একটা ব্যাপার!
যে আমাকে কষ্ট দেয়, সে আমাকে ভালোও বাসে...এটাও বিশ্বাস করে ফেলা...আরও বেশি অদ্ভুত একটা ব্যাপার!


২০. তুমি আজকের তুমিটা হতে গিয়ে কতগুলি তুমিকে কষ্ট দিয়েছ, তা এক তুমিই জানো!
উদ্‌যাপন করো, যে যা বলে বলুক!
Content Protection by DMCA.com