ভাবনার বনসাই: এক-শো সতেরো

১. বিবেকের ক্লিয়ারেন্স সেলে
আবেগের আবার জায়গা কীসের?!


২. খুনে খুনে জয়,
গুনে গুনে ক্ষয়।


৩. হয় আমি থাকব,
নয় তুমি থাকবে না!
...এর নাম‌ও কি তবে
ধর্ম?!


৪. অন্ধত্বের সুখে
চোখের অ-সুখ!


৫. হায়...যখন
জন্মের পুণ্যে
বৈধতা পায়
কর্মের পাপ!


৬. দয়ার বেলায় দ্বিধাবিভক্ত,
নিষ্ঠুরতায় ওরাই ঐক্যবদ্ধ!


৭. ধর্ম কখনও
করে না অন্ধ!
অন্ধরাই বাঁচে
কখনওবা ধর্মে!


৮. লাশের উপর লাশ,
ওতেই অমানুষের আশ!


৯. মৃত্যুর পর
একটু ভালো করে বাঁচার লোভেই
যে খুনোখুনি,
তার দায় কোনোভাবেই খুনির একার নয়।


১০. ধার্মিকের প্রকৃত পরিচয় পাই
উপাসনালয়ের ভেতরে নয়, বাইরে।


১১. যে ধর্মযুদ্ধ
নিজের ধর্ম রক্ষার্থে যতটা,
অন্যের ধর্ম বিনাশে ততোধিক,
তা নিছকই ধর্মান্ধতা।


১২. যার ঈশ্বর
কেবলই গ্রন্থে ও আকাশে,
তার অন্ধত্ব নিরাময়ের অতীত!


১৩. যে মানুষ খোঁজে
সম্প্রদায় বুঝে,
সে কেবল দেখতেই
মানুষের মতো!


১৪. একই হাতের পাঁচ আঙুলই
হয় না সমান।
একই মায়ের পাঁচ সন্তানই
হয় না জারজ।


১৫. তোমার যা ধর্মাচরণ,
তা-ই তোমাকে বোঝার কারণ।


১৬. দুর্বল সবসময়
অধিকতর দুর্বলকে
আহত করেই জেতে!


১৭. এই শরতে ফুটল যে কাশ,
তা ওই শরতেও ফুটবেই আবার...
লাগাও কাশের বনে যতই আগুন!


১৮. হয় যদি তোমার ঠাকুর
আমার কুকুর,
তবে আদতে...আমিই কুকুর!


১৯. তোমার স্বর্গে যাবার পথ
যদি আগলে না রাখে
আমার নরকে ছোটার রথ,
তবে আমায় স্বর্গে টানো কোন আক্কেলে?!


২০. কিছু আলোর ক্ষয়,
কিছু ভালোর ভয়,
কিছু কালোর জয়...
এইসবেই নামে নিখুঁত আঁধার!
Content Protection by DMCA.com