১. শরীরের ভাঁজে লুকোনো মনের নীল বেদনা।
২. ভার বইতে না জানলেও ভর দিয়ে দিয়ে হাঁটি!
৩. সময় জানে, কত সময় ধরে সয়ে এসেছি।
৪. অত মধুর কথা বলছ যে? ছুরিতেও বুঝি মধুমাখা আজ?
৫. অবহেলা বাঁক বদলেই উপেক্ষা হয়।
৬. প্রেম-প্রেম খেলেও মানুষ ভালোবাসা পাবার আশায় থাকে!
৭. দিনে তোমাকে যতবার ভাবি, সেকেন্ডের কাঁটাও ততবার ঘোরে না।
৮. চিঠি না-ইবা পাঠালে, বিষ তো পাঠাতে পারো!
৯. যন্ত্রণায় কাতর আমি, ভাসিয়ে দিলাম দু-চোখ।
১০. তোমাকে ছুঁই শেষবার? না কি অদৃশ্য হয়ে যাবে?
১১. তোমার মনটা কাকে দিলে? আমারটা অন্তত ফিরিয়ে দাও!
১২. পরের বার আমি আর মানুষ হয়ে জন্মাব না, দেখে নিয়ো!
১৩. মদের নেশা ভুলতে আরও মদ চাইছি।
১৪. শরীরে তোমার লোবানের ঘ্রাণ, ঠোঁটে আমার কর্পূর!
১৫. তোমাকে হারিয়ে ফেলার আগ পর্যন্ত সব তো আমারই ছিল!
১৬. ক্ষতের মালা গাঁথি আমি, ফুল পাই না!
১৭. দিন গুনছি কেবল, মৃত্যু বসে আছে আমার অপেক্ষায়।
১৮. ভালোবাসো না যাকে, তাকেই অভিযোগ করো!
১৯. চলো পালাই! জীবন থেমে যাক নাহয়!
২০. আমার চোখের জলে কেনা তোমার মুখের হাসি...