১. এসো, সহজ করে ভালোবাসি। এসো, সহজ সহজ দুঃখ পাই। ২. যার কাছে বিপন্ন হওয়া যায় দ্বিতীয় বার না ভেবেই, সে-ই তো ভালোবাসার মানুষ! ৩. আমায় চুপ থাকতে বোলো না। তোমার সঙ্গে দেখা হবার আগে আমাকে অনেক বছর চুপ থাকতে হয়েছে। ৪. আমার কিছু হয়নি, তবে আমার মধ্যে কী যেন হয়েছে! ৫. আমার খুব জানতে ইচ্ছে করে, মানুষ নিজেকে কোথায় রাখে! আর যেখানে রাখে, সেখানেই-বা কীভাবে রাখে! ৬. শায়েরকে বাঁচিয়ে না রাখলে চাঁদকে কে বাঁচিয়ে রাখবে? ৭. সে-ই তো সবচাইতে সুন্দর, যে কখনও পরোয়াই করে না, কে তাকে সুন্দর দেখে আর কে দেখে না! ৮. জীবনটা সুন্দর। প্রিয় হৃদয়, একটু সাবধানে পা ফেলো! ৯. - কেন দুঃখ ধরে রাখো? - রেখে দেবোটা কোথায়? - কেন স্মৃতি থেকে সরে আসছ না? - সরে আসবটা কোথায়? ১০. কোনও কোনও দিন দারুণ লাগে! কোনও কোনও দিন বাজে লাগে! কোনও কোনও কিছুই লাগে না! ১১. বৃষ্টি থেমে গেছে, যন্ত্রণা রয়ে গেছে। ১২. ভালো যদি বাসো, ভালোবাসা নয়, শান্তি দিয়ো। ১৩. এমন নয় যে, আমি তোমাকে বুঝতে পারি না। ব্যাপারটা হলো, আমি তোমাকে চাই না। ১৪. পরিবার মানেই স্বর্গের কাছাকাছি কিছু নয়। এমনও হতে পারে, তোমার স্বর্গ ভিন্ন কোথাও! ১৫. আমরা বেশিরভাগ মানুষই ভুল ঘরে ফিরি। তোমার ঘরে আমি ফিরি, আমার ঘরে তুমি। ১৬. কষ্ট তো এ নয় যে তুমি আমায় বোঝোনি। কষ্ট শুধু, তুমি আমায় ছেড়ে চলে গেছ। ১৭. পাহাড়, বৃষ্টি, ধোঁয়া, ল্যাপটপ, আমি। এর নাম কি প্রেম নয়? ১৮. এমন একটা দিন আসুক, যেদিন আজকের দিনটার দিকে তাকিয়ে গুনগুন করতে মন চাইবে। ১৯. আমি যা এবং আমি যা নই, এই দুইয়ের মাঝের ফিতেটা কালো। ২০. নিজেকে ভালো রাখার মানে যদি হয়, একটা সেতুকে পুড়িয়ে দেওয়া, তবুও... ভয় কীসের, আমার পকেটে দেশলাই আছে!