চলো, আজকের দিনটা অন্তত ভালোবাসি, আজ শুধুই কিছু মুহূর্তের জন্য নিজেকে ভালোবাসতে বাধ্য করি।
আজ অন্তত মাদকের মতন বাড়ির মানুষগুলোর গায়ের গন্ধ মাখি, আজ কিছু গল্প বানিয়ে যাই, যা কাল স্মৃতির খাতায় জায়গা পাবে।
শুধু আজকের জন্যই হারিয়ে যাই এই জগতসংসারের নিয়মের বাইরে, শুধুই ভালোবাসারাই আজ নিয়ম তৈরি করুক। শুধু এই মুহূর্তে কিছু গান রচনা করি, যেগুলি চোখ বন্ধ করলেই স্পর্শ করা যায়, ছুঁয়ে দিতে হয় না।
আজকের জন্যই পাঁচটাকার রংচা’কে মনে হোক সবচেয়ে দামি কোমল পানীয়, সবাই একসাথে পানীয়ের নামে সুখ পান করি। শুধু আজকের আকাশ দেখে পূর্ণিমা মনে হোক, ঘুটঘুটে অন্ধকারকেই নাহয় একফালি চাঁদ ভেবে ভুল করে নিই।
আজকের শীতল আবহাওয়াকে গায়ে মেখে বৃষ্টিকে অনুভব করে নিই, কুয়াশা নিয়ে লিখে বৃষ্টিকে বিশ্রামে রাখি, জন্ম দিয়ে যাই কিছু পঙ্ক্তিমালার।
আজ ছুটি দিয়ে দিই ব্যস্ত সব বাবা-মা’কে, সবাই মিলে জুড়ে দিই গল্প। আজকের জন্যই শুধু বেঁচে থেকে আজকের কথাই বলি, কালকের প্রাপ্তি কিংবা হারানোর ভয় ছুঁয়ে না দিক আমাদের।
শুধু আজকের জন্য গল্প ছেড়ে কবিতা পড়ি; মনে রাখি, গল্পকে কবিতার মতন আবৃত্তি করা যায় না। শুধু আজকের জন্য ইয়ারফোনের প্যাঁচানো বাঁধন না খুলি, আজকের জন্যই সব হয়ে যাক এলোমেলো।
শুধু আজকের জন্য সব নিয়ম ভেঙে দিয়ে বলি: অনিয়মই নিয়ম আমার! আজ সকল সন্দেহকে প্রশ্রয় দিয়ে দিয়ে বিশ্বাসের চাদরে মুড়ে ঘুম পাড়িয়ে দিই। আজ ঘড়ির কাঁটা থামিয়ে দিয়ে ইচ্ছেমতন সময় নষ্ট করার ফাঁদ পেতে রাখি।
আজ মুখে কথা না বলে, চোখের ইশারায় কথা বলি। আজ খরচ করে ফেলি ব্যাংকে জমিয়ে-রাখা সব পয়সা।
শুধু আজকের জন্য নিজেকে বার বার বোঝাই…এই ‘আজ’টুকু ছাড়া আর কিছুই আমাদের হাতে নেই, এই ‘আজ’টুকু আঁজলা ভরে বেঁচে নেবার আর কোনো বিকল্প হতে পারে না।