মিথ্যের ঘুম নেই

ওহে শমন,
দমাচ্ছ তুমি কাকে, করাতের ভয়ে---
রাহু যার...মৃত্যুর ঊর্ধ্বে রেখেছে পেতে নীড়?


হোক সাদা ফুল, কিংবা কালো,
নৃত্যের কাছে তবু জীবনই তো ভালো,
মৃত্যুর কাছে জীবন কেবল এক ঝলকেরই তো আলো,
গভীরতায় ঘেরা এক ফাঁদ, আর মোটের উপর
একখানা বালিশ আর একহাতই তো কাঁথা!


ও গো রাত,
জেগো না তুমি এমন চোখের মধ্যে কাঠ হয়ে,
এবার ঘুমোও তুমিও,
আলো যেমনি ঘুমোয়,
সাথে ঘুমোয় কিছু কোলাহল।


ঘুমপাড়ানি গান,
আবেগের খামে পুরে
গোটাকয়েক ভালোবাসার চিঠি,
জখমের ব্যথা,---
ঘুমোচ্ছে তো সবই!


ক্লান্তি শুধুই যাচ্ছে জুড়িয়ে,
অথচ ঘুমোচ্ছে না হায় কেউই!


মিথ্যেবাদী দেখছি সক্কলেই...!
আহা মিথ্যে আহা মিথ্যে!---
সারা জগত ঘুমিয়ে গেল,
শুধু কিনা তোরই ঘুম নেই!
Content Protection by DMCA.com