মন এক ফাজিল ছোকরা

আপনার প্রাক্তনকে অবাক করে দিন। ব্রেকআপের পর তার সম্পর্কে কখনোই কোথাও একটাও নেতিবাচক কথা বলবেন না। সে যদি খারাপও হয়, ভুল‌ও করে, তবুও বলবেন না। রোবটের মতো অনুভূতিশূন্য হয়ে তাকে জীবনের সব জায়গা থেকে সরিয়ে দিন। সবখানে ব্লক করুন, সব স্মৃতি (সত্যি সত্যি) পুড়িয়ে ফেলুন।

ভালোভাবে বাঁচতে এক নিজেকে বাদে আর তেমন কাউকেই লাগে না। বয়ে বেড়ানোর জন্য ভালো কিছু নির্বাচন করুন, করতে শিখুন। যা আজ নেই, তা আসলে কাল‌ও ছিল না; যা ছিল, তা কেবলই মায়া। যা হারিয়েছে, তা জীবন নয়; যা রয়ে গেছে, তা-ই জীবন।

আপনার সামনে ঘর দুটো। কেন বারে বারে সেই ঘরের দিকে তাকাচ্ছেন, যে-ঘর আজ পর? পরের সাথে তো অনেক দিন ঘর করলেন, এবার নাহয় ঘরটা একটু নিজের সাথেই করে দেখুন না, কী হয়! সামনে সুদিন, তৈরি হোন।

রিস্টার্ট! রিস্টার্ট! রিস্টার্ট! বাটনটা খুঁজে পাচ্ছেন না? পাবেন কীভাবে, বাটনের উপর স্মৃতির ধুলো জমিয়ে রেখেছেন যে! নিজের মনের উপর জোর খাটান, জোর না খাটালে এ পৃথিবীতে কিছু হয় না। মন খুবই ফাজিল ছোকরা!
Content Protection by DMCA.com