হে ভালোবাসা! কে তুমি? মৃত্যু নাকি? যদি হও মৃত্যুই, তবে বলো, কেন এভাবে কাঁদাচ্ছ আমায়? মৃত্যু আদৌ দেয় কি কেঁদে বুক ভাসাবার সুযোগটুকুও? না কি তুমি আনন্দ? যদি ভাবো তুমি তা-ই, তবে জেনে রাখো, আমি জানি, আনন্দ এমন নয় কিছুতেই!