ভালোবাসা আজও

এই সাত-সাতটা বছর পেরিয়েও
ভালোবাসার চেহারাটা আজ‌ও বদলাল না।
নতুন করে বলার এবং দেখানোর মতো
কিছুই নেই যেন ওর!




ভালোবাসা আজও,
যে-কোনও একটা দিন,
যেদিন তোমায় ভেবে আমার ঘুম ভাঙে, এবং
দিনটা কাটেও সেই ভাবনার রেশ মাথায় রেখে।




যে ঘুমটা ঘুমিয়ে পড়লে স্বপ্নে তুমি আসো,
সেই ঘুমটাই ভালোবাসা।




দিনের প্রথম আলোয় যখন দেখি তোমার মুখটা,
সেই পবিত্র আলোর নামই ভালোবাসা।




পরের দিনটা ভালো যাবে কি খারাপ যাবে,
সেই দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে
তোমার নিশিচোখে ডুবে যাবার নামই...
আজও ভালোবাসা।




পর্দা ফেটে সূর্য ঢুকে পড়ে যখন,
তখন সকালের সেই নরম রৌদ্রে তোমায় দেখার অনুভূতিই ভালোবাসা।




শীতের রাতে তোমায় জড়িয়ে ধরে
অবিরাম কাঁপতে কাঁপতে উষ্ণতার খোঁজে হারিয়ে যাবার উপলক্ষ্যই ভালোবাসা।




আমার দু-চোখের জলে যখন
প্রতি বারই ভিজে ওঠে কবরের মাটি, ঘাস, ফুল, পাতা...
তখনও, তোমার অপেক্ষায় সেখানে এলোমেলো হয়ে দীর্ঘসময় ধরে
পড়ে থাকার নামই...ভালোবাসা।
Content Protection by DMCA.com