ভাবনার বনসাই: এক-শো তেষট্টি

১. একটা সময় পর
প্রিয় বন্ধুর সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না,
শুধুই চুপ করে থাকতে ইচ্ছে করে।




২. যারা এমন মানুষের কাছেও প্রত্যাশা করে,
যে তাকে চেনেই না,
তাকেই ভিখিরি বলে।




৩. তোমার একটা চাহনির প্রতীক্ষায়
আমার সারাদিন কাটে।
এই সহজ সত্যটা বোঝো না বলেই
এমন ঝগড়া করো!




৪. ভয়ের ভাষায় বকেও-বা কী হয়!
বরং ভালোবাসার ভাষায় কেবল ডেকেই দেখো!




৫. আমার কাছ থেকে
আমায় চেয়ো না;
বরং নিজেকেই চেয়ে দেখো,
আমায় ঠিক‌ই খুঁজে পাবে।




৬. তোমাকে খুঁজেছি যত‌ই,
নিজেকে পেয়েছি তত‌ই।




৭. ভালোবাসায়
পাহারা যত,
দূরত্ব তত।




৮. চোখ মেলে কী অমন খুঁজছ?
ভালোবাসা? না কি আমায়?
যদি তা-ই হয়,
তবে এখুনিই চোখ বন্ধ করো!




৯. তোমার কাছে যা চরিত্রহীনতা,
আমার কাছে তা-ই প্রেম।
এসো, দূরে সরে থাকি।




১০. তোমার কাছে ফিরি...
আমার নিজের কাছে ফিরতে।




১১. আলো চাও তো
আমার কাছে আসো!
তোমার জন্য এতটা
আর কে পুড়বে, বলো?




১২. চলে গেলে!
...আমার আত্মাকে সঙ্গে নিয়ে!




১৩. ভিন্ন লন্ঠনে
যদি মেলে এক‌ই আলো,
লোকে কি আর
আগের লন্ঠন খোঁজে?




১৪. তোমার সেই সকালটা
আমায় দিয়ো,
সূর্য যার প্রিয় বন্ধু।




১৫. এত অল্প সময়ের জন্য কেন এসেছিলে?
তোমায় বুঝে ওঠার আগেই
কেন আমায় এমন ভুল বুঝলে?




১৬. তবে আমায় দেখিয়ে দাও
কোন ধর্মালয়ে ঈশ্বর থাকেন না!
সেখানে নাহয় যাব না আর!




১৭. সময়টা তো আর তোমাকে দিচ্ছি না,
নিজেকেই দিচ্ছি!
বরং আমিই কৃতজ্ঞ তোমার প্রতি!




১৮. যার দিকে তাকিয়ে আমি দেখি না নিজেকে,
তার দিকে আমি তাকাই এক বারই!




১৯. : তুমি আমার আয়না হবে?
: আমি যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি!
: ভেবো না, আমি ছোট্ট টুকরোয় নিজেকে রাখতে জানি!




২০. ভালোবাসা চাইছ, অথচ পালিয়ে বেড়াচ্ছ নিজের কাছ থেকেই!
ভালোবাসা চাও তো নিজের কাছে ফেরো!
Content Protection by DMCA.com