১. : ভালোবাসতে না পারলে অভিনয় কোরো না। : (মনে মনে) ভালোবেসে তো দেখেছিলাম, কাজ হয়নি। তাই তো বাধ্য হয়ে এই সহজ পথটা বেছে নিয়েছি!
২. একটা ছেলে; তার মাথায় কাম, মুখে প্রেম। একটা মেয়ে; তার মাথায় প্রেম, মুখে কাম। ...এরই নাম আধুনিক প্রেমকাহিনি।
৩. মেয়েরা ভালোবাসার কাঙাল, কামের নয়। ছেলেরা কামের কাঙাল, ভালোবাসার নয়। দু-পক্ষই জিতে যায় এবং ধরা খায়।
৪. তুমি এ জীবনে থেকে গেলে এত কবিতা লিখতাম কীভাবে? তুমি এ জীবনে থেকে গেলে আমার কবিতার এত এত অবৈতনিক সমালোচনা পেতাম কীভাবে?
৫. : ভেবো না যে তুমি চলে গেলে আমি মরেই যাব! : এমন ভাবলে তো যেতে চাইতামই না!
৬. : তুমি আমার, এটাই শুধু নয়; তুমিই আমি, আমিই তুমি! : তুমি বরং একটা কুকুর পালো!
৭. একটা ছেলে ভাইয়া ডেকে যা পায়, একটা মেয়ে ভাইয়া ডেকে তা-ই হারায়!
৮. মানুষ তা-ই, যা সে লুকায়।
মানুষ কি তবে পাসওয়ার্ডের মতোই?
৯. : তুমি বহু বছর ধরে আমার প্রতিটি পাসওয়ার্ডেই আছ! : তোমাকে ওখানে রাখতে বোলো না; আমি পাসওয়ার্ড মনে রাখতে পারি না!
১০. : কী বলতে চাও, সরাসরি বলো। : (মনে মনে) সরাসরি বললে তো যা করতে চাই, তা করতে দেবে না!
১১. : সে দিনের পর দিন আমার সঙ্গে প্রতারণা করে গেছে। : প্রতারণাটাকে উপভোগ না করে কেউ প্রতারিত হতে পারে কি?
১২. : আমি চাই, তোমার সমস্ত একান্ত মুহূর্তের সঙ্গী হতে। : সে তো আছই! (মনে মনে) আছ বলেই তো তোমাকে ধরে রাখতে পারি না, ফেলে দিতে হয়!
১৩. কামনার আগুন নেভাতেই বাধ্য হয়ে তোমাকে "ভালোবাসি" বলেছি! কামনার কথা বললে তো শুরুতেই তাড়িয়ে দিতে!
১৪. : নিজে তো কখনও মদ ছুঁয়েও দেখো না! তবে কেন আমাকে মদ খেতে বাধা দাও না? : আমি যে মদের বোতল জমাতে ভালোবাসি! কী যে সুন্দর একেকটা বোতল!
১৫. : আমি তোমাকে নয়, তোমার চিঠিগুলোকেই ভালোবাসি। : অত ভেবো না, আমি লিখতেই ভালোবাসি! লেখার প্রয়োজনেই আমি তোমাকে ভালোবাসি!
১৬. : আমি বোধ হয় আপনাকে ভালোবেসে ফেলেছি! : থ্যাংক ইউ সো মাচ!
১৭. বসন্ত এসে গেছে...শীত রয়ে গেছে...
১৮. অন্ধ ছেলেটি তার প্রেমিকার জন্য রুমের জানালাটা খুলে দিল এই ভেবে...ঘরে আলো আসুক, ও যে আলো ভালোবাসে!
১৯. প্রেমে পড়লে সবাই অভিভাবক হয়ে ওঠে। তখন সব দূরত্বকেই দীর্ঘ লাগে, সব মুহূর্তকেই বিপন্ন লাগে।
২০. ভালোবাসতে জানে না যারা, তারা চোর বানায় ওদেরই, ভালোবাসে যারা!