হারানো হৃদয়ে তোমায় খোঁজা, দিন-রাত্রি তোমায় আরও একটু বাঁচিয়ে রাখা, এভাবে তো ভালোই ছিলাম! তোমার খেলার ছলে, তোমার ভুলে একটু একটু করে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! তোমার প্রয়োজনের খাতার চাপে পিষ্ট হয়ে শ্বাসরুদ্ধ হতে হতে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! আকাশে বাতাসে কান্নাখেকোর শিকার হয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! তোমার কথার ছলে চোখের জলে জীবনটাকে ভিজিয়ে দিয়ে সিক্ত হয়ে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! আচরণের প্রতারণায় পদদলিত হতে হতেও অভিমানে অনুযোগে কোনওমতে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! তোমার ভালোবাসার চোরাবালিতে জেনে বুঝে ঘর বাঁধতে গিয়ে তলিয়ে যেতে যেতে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! ‘বিশ্বাস’ নামের বিষটি গিলে ভরসার কাছেও হোঁচট খেয়ে মরতে মরতে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! তোমার জীবনের রংবাজিতে নাটকীয়তায় রংটা মেখে চেনা রঙ্গমঞ্চকে হারাতে হারাতে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! তোমার নিত্যব্যবহার্য হয়ে নিজেকে ছিঁড়ে নিংড়ে রিক্ত নিঃস্ব হতে হতে বেঁচে ছিলাম। বেশ তো ছিলাম! কিছুটা সত্যি, কিছুটা মিথ্যে এই দুইয়ের মিশেল মেনে, যখন ইচ্ছে তখন খেলার পুতুল হয়ে বেশ ভালোই তো ছিলাম!