মৃত্যু কি আর কড়া নেড়ে আসে!
এই যে অসুস্থ হই মাঝে মাঝে, শরীরটা খারাপ যায় হঠাৎ হঠাৎ... আর মনখারাপ...সে তো মামুলি ব্যাপার! এইসব...হতেও তো পারে...মৃত্যুরই পূর্বাভাস! ...কে বলতে পারে!
টুক করে মরে যদি যাই... লোকে টুক করেই মরে...খোঁজ নিয়ে দেখুন... তো হ্যাঁ, যা বলছিলাম...অমন করেই চলে যদি যাই... যা যা করিনি...ইচ্ছে ও সামর্থ্য থাকার পরেও, সেইসব কাজ কিংবা নিছকই পাগলামি...অর্থহীন হোক যতই, না-করলেও-চলে ধরনের কাজ হলেও... আসুন, করে ফেলি মরার আগেই... আফসোসহীন মৃত্যুর চাইতে বড়ো ঐশ্বর্য যে আর নেই!
কাজে না লাগুক, মনে যদি লাগে আর পকেটে যদি কুলোয়, বিক্রেতার হাত বদলে তা আশ্রয় নিক আমাদের চোখের সামনে। শখ পূরণ না করেই মরে গেলে ওদের কারুরই কিছু এসে যায় না, যাদের জন্য আমরা পয়সা জমাই। মনে যা লাগে, তার চেয়েও কাজের কিছু কোথাও কি আছে!
পয়সা জমিয়ে জমিয়ে আয়ু ফুরোনোর সত্যিই কোনও মানে নেই। আমরা চলে গেলে থেকে যায়... আর্থিক সঞ্চয় এবং নিরর্থ দীর্ঘশ্বাস।