আমাকে ভেঙেচুরে, চুরমার করে তোমাকে আমি ভালোবেসেছিলাম। প্রতিটি ঝড়ে নিজেকে লন্ডভন্ড করে দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। শেষ অবধি, আমি তোমাকেই ভালোবেসেছিলাম! বুকের পাঁজরের নিচে হৃদয়কে সরিয়ে তোমাকে আগলে রেখে ভালোবেসেছিলাম। শেষবেলায় বেহায়াপনা করে হলেও তোমাকে ভালোবেসেছিলাম। শেষ অবধি, আমি তোমাকেই ভালোবেসেছিলাম! টাইটানিকের সাথে নিজেকেও জলেশ্বরীর হাতে সঁপে দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম। ইউক্যালিপটাসের সাথে রাত্রির নিজেকে আগুনে পুড়ে ভস্ম হতে দেবার কালে তোমাকে ভালোবেসেছিলাম। শেষ অবধি, আমি তোমাকেই ভালোবেসেছিলাম! আমায় তোমার নাটকের নায়িকা বানিয়েছ জেনেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। জেনে বুঝে অন্ধ হবার সুনিপুণ নাটক করে হলেও বড্ড বেশিই তোমাকে ভালোবেসেছিলাম। শেষ অবধি, আমি তোমাকেই ভালোবেসেছিলাম! প্রতিটি কষ্টের কষ্টিপাথরে পরীক্ষিত হতে হতে বড়ো নির্দয়তা সহ্য করেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। প্রতিটি মিথ্যের সাথে আপস করতে করতে বড়ো ক্লান্ত রিক্ত নিঃস্ব হয়েও আমি তোমাকে ভালোবেসেছিলাম। প্রতিনিয়তই তোমার স্বার্থান্ধতায় বলি হতে হতে বড়ো নির্লজ্জভাবেও আমি তোমাকে ভালোবেসেছিলাম।