তোমাকে দেখছি যেমন!

 দেখেছি তোমায়; দিয়েছি এ প্রাণ, আত্মা সকল!
চেয়ে দেখো, এ দেহ কত ধুলোধূসরিত, প্রহারের দাগ মনে কতটা,
সবাই তত হাসছে চেয়ে, পেরেশানি যত নিচ্ছি গেয়ে!
ওপিঠে হাসির লুকানো গ্লানি, ভাবছি যত, রাখছি তত স্তব্ধ নিজেকে।
এসো বসন্ত, রাঙাও আমার ধুলোমাখা মন, রাখো আমার মসনদ আজ।
বিয়ে আমার ভেঙে গেলো স্রেফ কলহে আর কালিমালেপনে,
শাশুড়ি-শ্যালিকা পর হল হায় বিয়ের আগেই!
Content Protection by DMCA.com