সেদিন তোমাকে যেতে দিতে পেরেছি বলেই আজ বুঝি, তোমার থেকে যাবারই কথা ছিল। সেদিন তুমি থেকে যেতে চেয়েছিলে বলেই আজ বুঝি, থেকে যাবার কথা তোমার ছিলই না। তুমি আমার বলেই তো তোমায় দিতে পেরেছি অন্যের হাতে তুলে! যা-কিছু নিজের নয়, তা-কিছু দেওয়া যায় কি কখনও? জীবনে থেকে যাবার জন্যই মানুষ জীবন থেকে হারিয়ে যায়!