তাড়িয়েও যদি দিস

তাড়িয়েও যদি দিস,
ফের ফিরব ঠিক‌ই...
তোর চায়ের কাপে,
তোর ব‌ইয়ের ভাঁজে,
তোর জামার ঘ্রাণে,
তোর বালিশের পাশে,
তোর মনখারাপের ঘরে,
তোর ভালোলাগার ক্ষণে,
তোর কবিতার পঙ্‌ক্তিতে,
তোর প্রিয় গানে,
তোর সব হেঁয়ালিতে,
তোর মনকেমনের প্রাণে...
সেদিন মিলিয়ে দেখিস!




এইসব গল্প, এইসব খেলা...
ফিরে ফিরে আসবে দেখিস...
যখন তোর ঘরে অন্য মানুষ;
নতুন সে রঙেও খুঁজবি আমায়,
খুঁজে না পেলেও
দিব্যি দেখিস থাকবি ভালো
আমায় ভেবেই!




তখন‌ তুই উঠবি হেসে
কান্না গিলে...
নতুন মানুষ একটু-আধটু বুঝবে ঠিকই!




আমি হারিয়ে গেলে... হয়তো
নতুন একটা মানুষ পাবি;
তোকে সহ্য করার মানুষ পাবি তো?




এ জীবনে তোকে আমি চাইনি কখনও,
তোকে ভালো রাখতেই শুধু চেয়েছিলাম রে!
Content Protection by DMCA.com