আজ আমার মুখ বন্ধ, কিছু আর বলতে পারি না।
একটা সময়, তোতাপাখির মতোই বকেছি আহা তোমাকে নিয়ে,
অনুভূতি আর আর্তি যত, রাখিনি কিছুই, দিয়েছি সবই তোমার কাছে!
একটা সময় আমারও ছিল, যখন ফুরোতো না কথা,
যদিও ফুরোয়নি কথা এই এখনও!
আজও লক্ষকোটি বাক্য-আলাপ করতে পারি ইচ্ছে হলেই!
আজ তবুও বলি না কিছুই, চুপ করে রই।
বলতে পারি না, চলো, দুহাত ধরে দুজনে মিলে ভীষণ বাঁচি!
আজও, আমি ভালো তো বাসিই, বোঝাতে পারি না কিছুই তবু,
আজ ভালোবাসি বলার অর্থ হলো, বাসি না ভালো ঠিক ততটা!
আজ আমার অনেক কথা…গলার কাছে কাঁটার মত আটকে আছে!
আজ কিছু বলতে গেলেই কী যেন আরও জাপটে ধরে বসেই আছে!
আজ বলতে ভীষণ ইচ্ছে হলেও অনেক কিছুই বলতে বাধে!
এই যে আমি তোমায় পেলাম আমার করে এই এতটা,
এ আমি পেলামই-বা কেমন করে?
এতটা পাওয়ার কথা কি ছিল?
হাজারো ক্ষণে কেটেছে বেলা কোনও একদিন পাব বলে,
তবে কি পথ চাওয়ার আগেই পথ ফুরোলো?
বুঝি তাই তো এমন ক্ষতের মেলা! দ্বিধায় মনে ধাক্কা লাগে!
হঠাৎ ভাবি, এ পাওয়া তবে কেমন পাওয়া?
কিছুটা পেলাম, তবু যেন পুরোটাই বাকি!
মাছের কাঁটা যেমনি গলায় আটকে থাকে,
তবে কি তাকে তেমনই পেলাম?
এইভাবে তো চাইনি তাকে!
তাকে আমি চেয়েছি পেতে যতটা পেলে পাই পুরোটা!
আমার ভালোবাসা আর আদর যত,
তার সমস্তটা ঢেলে দিয়ে আগলে রাখি, তাকে চেয়েছি এমন!
আজ এতদিন পর পেলাম যখন, সেখানেও এত হিসেব কীসের?
আমার আদরগুলো পড়ে থাকবে, ভালোবাসা রোজ অভিশাপ দেবে,
জয় বলে কিছু থাকবে না আর, আকণ্ঠ শ্রদ্ধাটুকু থাকবে মজুত অস্পর্শতেই!
হায়, কোন সে পথে পথ করে নিই!
কালে কালে এই ভালোবাসা হায় আর কতটা মায়া কুড়োবে!
পাই যদি আর এক জীবন, বিধাতাকে বলব কেঁদে,
সেই জীবনে আর কিছু পাই বা না পাই,
পাই যেন এক নিজের মানুষ, নিজের করে।
আমিও মানি, আমি কোনও অপ্সরী নই,
সাথে এ-ও জানি, ভালোবাসি যাকে, তাকে নিজের করে চাই আমিও!
আমি ভিখিরি হলেও, তা-ও তাকে যত্নে রাখার স্বপ্ন দেখি।
পেলাম যাকে, যে আমাকে বদলে দিল সব কিছুতেই,
আমি দেখতেই থাকি, যাকে ভাবতে থাকি প্রতিটি শ্বাসেই,
সে-ই থাকে সবচে দূরে! এ কি পাওয়া, না কি শুধু দুঃস্বপ্নই ছুঁয়ে-যাওয়া?
আমার সারাটা জীবন কাটবে কি এ দাবদাহতেই?
কী পেলাম আর কতটা পেলাম, হিসেবে তার ভ্রান্তিই রবে এই জীবনে!
তা হলে বলো, হিসেবের খাতাটিরই-বা কী প্রয়োজন?
ওটা সরিয়ে ফেলি, দূরে ছুড়ে দিই! চলে যায় যাক এই জীবনের যত গরমিল!
আঘাত আমায় আর পোড়াবে কত!
কতই-বা আর ভয় দেখাবে!
সবটা আমার রেখেছি তো বাজি,
লড়ে লড়েই জিতব এবার, নয়তো পুরো ক্ষয়েই যাব!
যা ক্ষতি হয়, হোক না এবার!
পালিয়ে লুকিয়ে বাঁচার চেয়ে এবার নাহয় যুদ্ধে মরি!