জীবনকে একদিন ভালোবেসেছিলাম বলেই আজ মৃত্যু আমাকে গভীরভাবে ভালোবাসে। আমি আমাকেই ভালোবেসেছি, তাই আমার মধ্য থেকে 'আমি'টাই হারিয়ে গেছে; অবোধ হৃদয় যদিও কখনোবা জেগে ওঠে। জীবনের যেদিকে রোদ্দুর, তার উলটো দিকে বৃষ্টি। সমুদ্রের রোদে বসে রমা বলেছিল একদিন, যদি ভালোবাসো আমায়, তবে তুমি তোমাকে পাবে। আমি সেদিন রমাকে ভালোবাসতে গিয়ে মৃত্যুকে ভালোবেসেছি, তাই আজ রমার বদলে জীবন পেলাম। আজ রমা নেই, মৃত্যু নেই; শুধুই দুর্বহ এক জীবন আছে, মৃত্যু যাকে ভালোবাসে।