কী এক ভীষণ অন্য সুরের ভালোবাসায়--- বেঁধেছিলেম, আজও বেঁধে আছি তারে। ধন্যবাদ, নিজেকেই!
সময় বয়ে চলে... সে অন্য কারও হয়, আমি হই অন্য কারও, তবু কোথাও ওঠে না ঝড় এতটুকুও।
সবই থাকে একই রঙে। ভালোবাসার কোথাও পড়ে না আঁচড় এতটুকুও।
তবুও কখনও মন---খুব আনমনো হয়, জানা কষ্টেরা উপস্থিতির জানান দেয়... লোনাজলে ভাসে জীবন--- কিন্তু যায় না ভেসে পুরোপুরি।
পাওয়া না-পাওয়ার হিসেব, সে তো ভিন্ন বরাবরই! আমি তাকে কখনও চাই-ই তো নি পেতে! কারণ সে চাওয়ায়---যে পাওয়া, তা খুবই ক্ষুদ্র আমার কাছে! সেই পাওয়ায়, আমার যে ঠিক পোষায়ই তো না!
আমি আমার ছোট্টো ঘরে তাকে বদ্ধ করতে চাইনি কখনও। আমার সমস্ত জীবনআকাশে তাকে আমি দিয়েছি মিলিয়ে মুক্তভাবে।
তাকে হারানোর আর কোনও ভয় আমার নেই সত্যিই। আমি তাকে ছেড়ে দিয়েও--- খুব করে ধরেই থাকি!
Post Views: 5