কাল রাত্রে আমি কোথায় ছিলাম?
চারপাশে ছিল ছড়িয়েছিটিয়ে জ্যান্তজ্যান্ত লাশগুলি সব,
যারা ভালোবেসে খুন হয়েছে মরার আগেই!
কত বেদনায় বিকৃত মুখ, মরেছে ওরা, ভালোবেসেছিল বলে!
ওরা প্রিয়কে দেখে ফুলের মতো, আলোর মতো, চিরসবুজ পাতার মতো।
জীবন ওদের দেখে কাঁটার মতো, আঁধারের মতো, চিরঅবুঝ গাধার মতো।
না বাসলে ভালো ভাল থাকা যায়—ওদের হৃদয় নিয়ে খেলতেখেলতে শেখায় জীবন!
স্বর্গ থেকে ভালোবাসা আসে, ঠাই হয় তার নরকের পাশে,
ভালোবাসার আলোটা মোমের, তাপটা তবু নিদারূণ যমের!