করুণ নিঃশব্দরা



: আমাদের যোগাযোগটা যদি বন্ধ না হতো—
তোমার ভালোবাসার দীর্ঘতর আয়ু
হয়তো আমার জন্য প্রতীক্ষা করত না।
এই খবরটা যেন কেউ কোনোদিন জানতে না পারে।

: কেন বলো তুমি এসব কথা?

: আজ আমাকে কষ্ট দিয়ো না;
তোমাকে বুকের গভীরে জড়িয়ে রাখতে
কতটা অসহায় হওয়া যথেষ্ট?

তোমাকে ছুঁয়ে থাকতে—
এই শ্মশানের করুণ নিঃশব্দরা প্রার্থনারত হয়ে আছে।
Content Protection by DMCA.com