লোকে যা বলে বলুক, ভালো আমি তোমায় বাসবই তো! তুমি আমায় পাগলই বলো, কিংবা মাতালই, আগলে আমি তো তোমায় রাখবই! লোকে যা ভাবে ভাবুক, ছবিটা আমি তোমার আঁকবই তো! তুমি আমার ন্যাকামোই বলো, কিংবা পাগলামোই, রঙে আমি তো তোমায় রাঙাবই! লোকে যা জানে জানুক, মিশে আমি তোমাতে যাবই তো! তুমি আমার লজ্জাহীনতাই বলো, কিংবা দুঃসাহসই, বেঁধে আমি তো তোমায় রাখবই! লোকে যা করে করুক, জীবনকথা আমি তোমায় করবই তো! তুমি আমায় স্বার্থপরই বলো, কিংবা লোভীই, উচ্ছ্বাসে আমি তো তোমায় আনবই!