বিশ্বাস করি না, তুমি আমায় ভালোবাসোনি। বিশ্বাস হয় না, তুমি দূরের কেউ— যতটা দূরে গেলে আর যায় না ফেরা, যতটা দূরত্বে মানুষ বেঁচে থেকেও মৃত।
ভাবতে ইচ্ছে করে না, তুমি অন্য কারও, অন্য কারও স্বর্গে ওড়াও প্রেমের নিশান। কীভাবে নিই মেনে, তুমি নির্দয় এতটাই, এতটাই পাষাণ!
ভাবতেই পারি না, তুমি এভাবে আমায় করতে পারো খুন! আমি তো কেবল ভালোই দেখি; ভাবি, কতই-না তোমার গুণ!
দেখো, তবু আমার বিশ্বাসকে কীভাবে দুমড়ে-মুচড়ে চলে গেছ! হায়, মানুষ তো মরে না মরণে, মানুষ যে মরে ছলনে!