অনন্তের সাধনাধন

মহাকালসিন্ধুনীরে তরঙ্গহিল্লোলে,
রূপরসছন্দময় শীর্ষে তার দোলে
কোটি কোটি প্রাণময় বুদ্‌বুদের রাশি,
ছড়ায় দিগন্তকোলে স্বচ্ছ-সূক্ষ্ণ হাসি
ক্ষণিকের তরে; শুধু ক্ষণিকের খেলা,
ক্ষণিকের রূপ-রাগ অঞ্জনের মেলা।




নেই কোনো অর্থ তার? শুধু মরীচিকা?
শুধুই নির্বাণ পায় স্ফুলিঙ্গের শিখা?
বিশ্বাস করতেই হবে, কোনো অর্থ নাই,
এই তুচ্ছ জীবনের নেই কোনো ঠাঁই,
অনন্ত বিশ্বের তানে? প্রতিঅণু তার
বিধাতার হাতে-গড়া সুরের ঝংকার,
উদাত্ত মহিমাময় জ্বলন্ত নিঃশ্বাস,
জ্ঞানবুদ্ধিপ্রেমময় আত্মার বিকাশ।




জীবন সাধনাধন তুচ্ছ আত্মভোলা
অনন্তের মণিকোঠা-মাঝে রবে তোলা।
Content Protection by DMCA.com